রাজউকের সাবেক চেয়রম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
সরকারি সম্পত্তি ব্যক্তির নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ প্রদান করেন। এ ছাড়া হুমায়ুন খাদেমের পক্ষে তার আইনজীবী শফিকুল ইসলাম জামিন স্থায়ী করনের আবেদন করেন। আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এদিন তাকে স্ট্রেচারে করে বাসা থেকে আদালতে নিয়ে আসা হয়।
জানা গেছে, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাজধানীর গুলশান এলাকার ৪৮ দশমিক ৬০ শতাংশ সরকারি সম্পত্তি ব্যক্তির নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে আটজনকে আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সেলিনা আখতার আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।