নারায়ণগঞ্জে ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের চাষাড়ায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিরুদ্ধে বাঁশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। আজ শনিবার (১৫ জুলাই) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভ ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে শেষ হয় এটি।
মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাগর। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকেই।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যায় ডাক বাংলোর সামনে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল বারী রাজিবসহ চারজনকে বেধড়ক মারধর করে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও তার বাহিনী।
এর আগে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ায় মহানগর ছাত্রদলের এক নেতাসহ চারজনকে মোবাইল ফোন ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে, গুরুতর আহত অবস্থায় মহানগর ছাত্রদলের আজিজুল বারী রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।