সাভার-আশুলিয়ায় বিএনপি, জামায়াত ও এনসিপির মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মিছিল করে তারা।
আরও পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
নাশকতার আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
আরও পড়ুন : শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ধার্য হবে আজ
এদিকে, সকাল থেকেই মহাসড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকায় সাধারণ যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

জাহিদুর রহমান