জাতীয়করণের দাবিতে হাকিমপুরে মাধ্যমিক বিদ্যালয়ে তালা
দিনাজপুরের হাকিমপুরে জাতীয়করণের দাবিতে সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) দুপুরে শিক্ষকরা জরুরি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যালয়ে তালা ঝুলানোর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ফিরে গেছে।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা সদরের বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে তালা ঝুলছে। আবার যে কয়েকটি শ্রেণিকক্ষ খোলা ছিল সেগুলোতে তালা লাগানো হচ্ছে। শিক্ষার্থীরা সকালে বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষকরা তাদের জানিয়ে দিয়েছেন বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কবে খুলবে তা দাবি আদায়ের আন্দোলনের ওপর নির্ভর করছে বলে শিক্ষকরা জানিয়েছেন।
বাংলা হিলি পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল বলেন, ‘আজ সকাল থেকে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে তালা লাগানো হয়েছে। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছি। এতে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতি হচ্ছে, সেটি আমরা বুঝি। আমরা পরবর্তী সময়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া নেব। কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল জানান, দুপুরে বাংলা হিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজে উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুজন করে শিক্ষক ঢাকায় চলমান আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল সোমবার রওনা হবেন।
বাংলা হিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন জানায়,তারা বেশির ভাগ শিক্ষার্থী সকালে স্কুলে এসে দেখে ক্লাসে তালা লাগানো। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে। তখন তাঁরা বলেন বিদ্যালয় সরকারিকরণের জন্য কেন্দ্রীয়ভাবে আন্দোলন চলছে। আন্দোলনে সুরাহা হলে আবার ক্লাস চালু হবে। আজ থেকে স্কুল বন্ধ।’
শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলে, ‘স্যারদের আন্দোলনে আমরা লেখাপড়ায় ক্ষতিগ্রস্ত হব। আবার আগামী ২০ জুলাই থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণসহ শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এক দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে তালা লাগিয়ে আন্দোলন করছেন।