এমপিওভুক্ত শিক্ষকরা ৯ দিন ধরে শহীদ মিনারে, আজ আমরণ অনশনে
সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দাবি আদায়ে টানা ৯ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদানের সরকারি সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ আখ্যা দিয়ে তারা আজ সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে, যা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা।