বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবি, নিখোঁজদের খোঁজে স্বজনরা

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় চলছে উদ্ধার অভিযান। ছবি : এনটিভি
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে গেছে ওয়াটার বাস। বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অন্তত ৩০ যাত্রী নিয়ে ডুবে যায় ওয়াটার বাসটি। আজ রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঘটে এ ঘটনা। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বাকিদের খোঁজে স্বজনরাও ভিড় করছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেন। রাত ১০টা ২০ পর্যন্ত তথ্য বলছে, ডুবুরি দল পাঁচজনকে উদ্ধার করেছে।
জানা গেছে, রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।