বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলামুখী বোগদাদিয়া-১৩ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী একটি বাল্কহেডের ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা কর্মীরা নদীতে ঝাঁপ দেন।
প্রত্যক্ষদর্শী শেখ সাদ্দাম বলেন, আমি নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুটি নৌযান চলছিল তাতে দূর থেকেই বোঝা যাচ্ছিল যে ধাক্কা লাগতে পারে। তাই আমি আমার মুঠোফোনে ভিডিও ধারণ করি।
নৌ পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, সদরঘাট থেকে ভোলাগামী বোগদাদিয়া-১৩ লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লা অংশে পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধাক্কা দেওয়া লঞ্চটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বাল্কহেড উদ্ধারের অভিযান শুরু করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)