স্ত্রী হত্যায় কারারক্ষী স্বামীর মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের স্ত্রী রুমা আক্তারকে হত্যায় স্বামী খাইরুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচার মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় আসামি আদালতে উপস্থিতি ছিলেন।
খাইরুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল থানার বাচাইলের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ কারাগারে কারারক্ষী ছিলেন।
রাষ্ট্রপক্ষে আদালতের পিপি অ্যাডভোকেট এম এ আফজাল রায়ের তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, ২০১৮ সালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আব্দুল মান্নানের মেয়ে রুমা আক্তারের সঙ্গে কারারক্ষী স্বামী খাইরুল ইসলামের বিয়ে হয়। খাইরুল ইসলাম তার স্ত্রী রুমাকে নিয়ে কারাগারের কোয়ার্টারেই থাকতেন। বিয়ের তিন মাস পর যৌতুক দাবি করলে রুমার বাবা আব্দুল মজিদ মেয়ের সুখের কথা বিবেচনায় তিন লাখ টাকা দেন। এর কিছুদিন পরেই আবারও যৌতুক দাবি করেন খাইরুল। রুমার বাবা দাবি করা সেই টাকা দিতে না পারায় রুমাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন খাইরুল।
এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ ডিসেম্বর স্ত্রী রোমা আক্তারকে কারাগারের স্টাফ কোয়র্টারে নির্মমভাবে নির্যাতন করে গুরুতর আহত করেন। খবর পেয়ে পরদিন রুমার মা ছিনু বেগম এসে তাকে প্রথমে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে ভালপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ২৯ ডিসেম্বর রুমার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়।
এ ঘটনায় রুমার মা ছিনু বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল খানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সেই মামলায় আজ রায় এলো।