বিদেশিদের ডেকে এনে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে : বি এম মোজ্জাম্মেল
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জামেল হক বলেছেন, বিদেশীদের ডেকে এনে স্বাধীনতার বিরুদ্ধে, মূল্যবোধের বিরুদ্ধে দেশদ্রোহীতার কাজ করেছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে খুলনা ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এই দেশকে পিছনের দিকে টেনে নিচ্ছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এই দেশের সম্পদ লুট করেছে, দুর্নীতি করেছে, খুনের রাজনীতি করেছে। শুধু তাই নয়, তারা গণতন্ত্রকে হত্যা করেছে। অথচ তারাই এখন গণতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে, যা এদশের মানুষের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, একাত্তরের পরাজিত শক্তি কোনোভাবে যেন এ দেশের মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।’
মোজাম্মেল বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে খালেদা-তারেক জিয়া গং প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি ও স্বজনপ্রীতি করে রাষ্ট্রের কাঠামো ধ্বংস করে দিয়েছিল। দেশ থেকে সুশাসন বিতাড়িত করে তারা দুর্নীতি ও খুনি রাষ্ট্রে পরিণত করেছিল। এই খুলনাকে তারা মৃত্যুনগরীতে পরিণত করে রাজনৈতিক নেতৃত্ব ও সাংবাদিক নেতাদের খুন করে ভীতি ও অন্ধকার করে রেখেছিল। অথচ স্মার্ট দেশ, স্মার্ট নাগরিক, স্মার্ট প্রশাসন গড়ার জন্য যখন প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন, তখন রাষ্ট্রকে অকার্যকর করতে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে তারা। এর বিরুদ্ধে আমাদের তরুণরাই আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে।
যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য দেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ, আখতারুজ্জামান বাবু প্রমুখ।
গত সোমবার খুলনা বিএনপির তারুণ্যে সমাবেশ ঘোষণার পরই যুবলীগের পক্ষ থেকে এই বিভাগীয় তারুণ্যের জয়যাত্রার সমাবেশের ডাক দেওয়া হয়। বিকেল ৩টায় সমাবেশ শুরুর আগে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।