সৌদিতে পাথরচাপায় নিহত সাতক্ষীরার তরুণ
ভাগ্য বদলাতে কাজের উদ্দেশে সৌদি আরব গিয়েছিলেন সাতক্ষীরার তরুণ মো. আবু মুসা (২১)। সেখানে পাহাড়ে পাথর কাটার সময় পাথরচাপায় মারা গেছেন তিনি। গতকাল রোববার (২৩ জুলাই) সৌদি সময় বিকেল ৪টায় রিয়াদ শহর থেকে এক হাজার কিলোমিটার দূরে ‘নাজরান’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু মূসা শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে। গতকাল সৌদি আরব থেকে মুসার সহকর্মীদের মাধ্যমে মুঠোফোনে এই সংবাদ পায় তাঁর পরিবার। এরপর থেকে পরিবারটিতে চলছে শোকের মাতম।
নিহত মুসার ভাই আবু ঈসা জানান, প্রায় দুই মাস আগে আবু মূসা সৌদি আরবে একটি কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করতে যান। গতকাল নাজরান এলাকায় পাহাড়ে এস্কাভেটর মেশিন দিয়ে পাথর ভাঙছিলেন তিনি। এ সময় পাথরের বিশাল স্তূপ আচমকা ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এস্কাভেটর মেশিন থেকে নিচে লাফিয়ে পড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। পাথরের বিশাল স্তূপটি তাকেসহ এস্কাভেটর মেশিনটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তাঁর ভাই। খবর পেয়ে সৌদি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে পাথর অপসারণ করে তার মরদেহটি উদ্ধার করে।
রমজাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, আবু মূসা এস্কাভেটর মেশিনের চালক হিসেবে শ্যামনগরে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। সম্প্রতি সৌদি আরবে একটি কোম্পানির অধীনে চুক্তিতে তিনি এস্কাভেটর চালক হিসেবে কাজ করতে যান। তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।