স্ত্রী হত্যা : পৃথক মামলায় দুই স্বামীর যাবজ্জীবন
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন ও হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুরে স্ত্রী হত্যার পৃথক দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে এ দুটির রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহসিনুল হক।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাখুয়া মিজিবাড়ির বায়েজিদ ও হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের হাসান সরদার। বায়েজিদের মামলায় ১৩ জন ও হাসান সরদারের মামলায় ১৯ জন সাক্ষ্য দেন।
মামলা দুটির অভিযোগে জানা যায়, ২০১৭ সালের ১১ জানুয়ারি সালমা বেগমকে তাঁর স্বামী বায়েজিদ নিজঘরে শ্বাসরোধে হত্যা করেন। অপরদিকে একই বছরের ২১ সেপ্টেম্বর সাহিদা বেগম মুক্তাকে তাঁর স্বামী হাসান সরদার রাতের কোনো এক সময় গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পুকুরে ফেলে হত্যা করেন।
মামলা দুটির রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মুক্তার আহমেদ অভি এবং আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম মর্তুজা ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভুইয়া।