হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা কারাগারে

Looks like you've blocked notifications!
হিরো আলম। ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা সন্দেহে আবু আহমেদ নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার( ২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন জিআর) সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল কাদির আসামি আবু আহম্মদকে আদালতে হাজির করে ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।  হিরো আলম বলেন, ‘নিজের নাম পরিচয় না দিয়ে একটি নম্বর থেকে বার বার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে, আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দেব। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বারবার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে।’