নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের যেতে মানা
রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি নেতা-কর্মীদের সরে যেতে বলা হয়েছে। দলটির সিনিয়র নেতাদের নির্দেশনায় ওই এলাকা থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া পুলিশও নয়াপল্টনে নেতা-কর্মীদের দাঁড়াতে দিচ্ছে না।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ১০ মিনিটের সময় দিয়ে নেতাকর্মীদের এলাকা ত্যাগ করতে বলা হয়। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় এলাকা।
বেলা ১১টা ৪৫ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসমাবেশের আগে বিএনপি নেতা-কর্মীদের রাজধানীর নয়াপল্টনে জড়ো না হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কার্যালয়ের সামনে উপস্থিত নেতা-কর্মীদের সরে যাওয়ার জন্য নেতাকর্মীদের ধমক দেন। রিজভী বলেন, শুক্রবারের সমাবেশের অনুমতি চেয়ে এরই মধ্যে ডিএমপিকে চিঠি দিয়েছে বিএনপি।
এদিকে আজও (বৃহস্পতিবার) নয়াপল্টনে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রয়েছে জলকামান, সাঁজোয়া যান। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে অবস্থান নেয় পুলিশ।