বিএনপির সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’র বৈঠক

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। তার সঙ্গে আরও রয়েছেন সিঙ্গাপুরের হাইকমিশন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লি ও কান্ট্রি অফিসার পররাষ্ট্র মন্ত্রণালয় সিঙ্গাপুর ডে আর্ন।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন-স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।