খণ্ড খণ্ড মিছিলে নয়াপল্টনে জনতার স্রোত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/28/bnp_pic_1.jpg)
সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি উপলক্ষে মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। রাজারবাগ, ফকিরাপুল, কাকরাইল, পুরানা পল্টনসহ কয়টি সড়ক দিয়ে নেতাকর্মীরা স্রোতের মত সমাবেশস্থলে প্রবেশ করছেন।
আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মহাসমাবেশ সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সকাল থেকে জাসাস শিল্পীরা গান পরিবেশন করছেন। জড়ো হওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।
বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে রাজধানীর কাকরাইল, শান্তিনগর ও পল্টন মোড়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মীরা। মিছিলের স্রোত শুরু হয় শুক্রবার সকাল ১০টা থেকে। বেলা ১১টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড়। ফলে পুরানা পল্টন টু রামপুরা সড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা কর্মীরা অনেকে মূল সড়কে অবস্থান নিতে না পেরে জড়ো হচ্ছেন অলিগলিতে। বিএনপির এসব মিছিলে কর্মীদের খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন বহন করতে দেখা গেছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/07/28/bnp_pci_2.jpg)
রাজধানীর কাকরাইল, শান্তিনগর, পল্টন মোড় থেকে নয়াপল্টন এলাকাজুড়ে মিছিলে-স্লোগানে নেতা-কর্মীদের বলতে শোনা যাচ্ছে—‘শহীদ জিয়ার স্মরণে, ভয় করি না মরণে’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ সরকারবিরোধী স্লোগানের মধ্যে রয়েছে, ‘দফা এক-দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘চোর, চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’ ইত্যাদি। এ সময় কাকরাইল মোড়ে পুলিশের একটি দলকে বসে থাকতে দেখা গেছে।