ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার (২৮ জুলাই) বাদ মাগরিব ময়মনসিংহ জেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, শীর্ষ নেতাদেরসহ ওলামায়েকেরামের মুক্তি, দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল আহসান এমরুল, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আজিজুর রহমান, খন্দকার আবু হানিফ, জহিরুল ইসলাম, ছাত্র শিবিরের মহানগর সভাপতি শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
জামাতের মিছিলের বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘আজ বাদ জুমা চরপাড়া এলাকায় তারা কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল। অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যার পর তারা জেলাস্কুল মোড় থেকে একটি ঝটিকা মিছিল করেছে।’