প্রাতিষ্ঠানিক সংস্কার গুরুত্ব দিয়ে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জামায়াতের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে প্রাতিষ্ঠানিক সংস্কারকে গুরুত্ব দিয়ে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়েছি আমরা।
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে জামায়াতের আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই সরকার নির্দলীয় ও অন্তর্বর্তী সরকার। তারা দেশ শাসনের জন্য আসেনি। দেশ শাসনের সুষ্ঠু পথ বির্নিমাণের জন্য তারা এসেছে। পরপর তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত ছিল। তাদের কাজ জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তৈরির পরিবেশ করা। এই জন্য কিছু মৌলিক বিষয় তাদের সংস্কার করতে হবে। কী কী বিষয়ে তারা মৌলিক সংস্কার করবেন, সেই বিষয়ে কথা বলেছি। আগামী ৯ তারিখ আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করবো। আপনারা দাওয়াত পাবেন। কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন এবং কী কী সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে, সেটা আমরা জানাব।
জামায়াতের আমির বলেন, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ ক্ষেত্রে জনগণ আর বর্তমান সরকার একসাথে কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার কোন পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে, নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিতে তারা সক্ষম হবেন। আমরা আশা করছি এটা দীর্ঘ হবে না। আমরা শুরু থেকে সরকারকে বলেছি সংস্কারের জন্য আমরা যৌক্তিক সময় দিতে চাই। সময়টা কী হবে এটা নিয়ে আমরা অচিরেই কাজ করবো এবং তা দেরি হবে না। আমরা সামনের দিকে এগোতে চাই।
দুর্গাপূজার বিষয়ে জামায়াতের আমির বলেন, সরকারের সাথে জনগণের পার্টনারশিপ লাগবে। সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা লাগবে। আমরা আশা করি সরকারের সাথে যদি জনগণ ও আইনশৃঙ্খলাবাহিনী কাজ করে তাহলে আমরা আশা করছি অভূতপূর্ব দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা উৎযাপন করতে সক্ষম হবে।