তারেক রহমান ও ডা. জুবাইদার কারাদণ্ডের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

Looks like you've blocked notifications!
দুদকের মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডসহ অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই রায়কে ‘ফরমায়েশি’ দাবি করে এর প্রতিবাদে গতকাল বুধবার রাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষে সারা দেশের মহানগর ও জেলা শহরে যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) কেন্দ্র ঘোষিত সেই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনগুলো।

দুদকের ওই মামলায় বুধবার বিকেলে তারেক রহমানকে নয় বছর এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের সাজার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে তিন কোটি এবং জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।

সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

আকতার ফারুক শাহিন, বরিশাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় ঘোষণার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ বিকেলে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি (বরিশাল বিভাগ) এইচ.এম তছলিম উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক মাযহারুল ইসলাম জাহান, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে। তাদের নির্বাচন থেকে দূরে রাখতে এই ষড়যন্ত্র করা হয়েছে। আওয়ামী লীগের সেই স্বপ্ন পূরণ হবে না। দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে। এই ভালোবাসা দেখে সরকার মিথ্যা মামলায় দিয়েছে। এই রায় জনগণ মানে না।

দুদকের মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি

আইয়ুব আলী, ময়মনসিংহ

তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার  রায়ের প্রতিবাদে ময়মনসিংহ শহরে মিছিল ও বিক্ষোভ হয়েছে। কেন্দ্র ঘোষিত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে এই বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ।

জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান রুকনের নেতৃত্বে সমাবেশে যোগ দেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, যুবদল উত্তরের সভাপতি শামসুর রহমান সামসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম ফয়সাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেন শাকিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান, মহানগর ছাত্রদলের সভাপতি নাজমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান দোলন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এস মাহবুব, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাউদ রায়হান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে। তাঁদের নির্বাচন থেকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র করা হয়েছে।

দুদকের মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি

তারেক স্বপন, নারায়ণগঞ্জ

তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ দুপুরে নগরীর খানপুর হাসপাতাল সড়কের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভুইয়া প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে রায়ের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই এই মিথ্যা মামলায় আদালতের মাধ্যমে‌ ফরমায়েশি রায় দিয়েছে। এই রায় দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রায় প্রত্যাহার না হওয়া পর্যন্তই আন্দোলন অব্যাহত থাকবে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা

তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দেওয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আজ বিকেলে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নেতা চৌধুরী নাজমুল হুদা সাগরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি নগরীর পারহাউস মোড় হতে শুরু করে যশোর রোড় হয়ে স্যার ইকবাল রোড় হয়ে কেডিঘোষ রোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নেতা চৌধুরী নাজমুল হুদা সাগর, ছাত্রদলনেতা তাজিম বিশ্বাস, আব্দুল মান্নান মিস্ত্রি, সেচ্ছাসেবক দলের শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

ব্ক্তারা এই রায়কে সরকারের ফরমায়েশি দাবি করে এর  কঠোর  সমালোচনা করেন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া

তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা বিএনপির কার্যালয় চত্বরে  জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

জেলা যুবদলের সভাপতি আল আমিন রানার সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।

দুদকের মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে কুষ্টিয়া বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর

তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপিনেতা নিজাম উদ্দিন ভুইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির ফেরদৌস আহমেদ মানিক প্রমুখ।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভয় পায়। তাই তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদার নামে একটি চক্রান্তমূলক মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এসব রায়ে বিএনপি ভীত নয়।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ

তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ক‌রে‌ছে দলীয় নেতাকর্মীরা। আজ দুপু‌রে এই বিক্ষোভ মিছিল হয়।

জেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের মডেল স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের ক্যাপ্টেন হালিম চৌধুরী সড়ক প্রদক্ষিণ শেষে মডেল স্কুলের পেছনে সেওতায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সদস্য সচিব রাকিবুল ইসলাম বক্তব্য দেন।

এ সময় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুদকের মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে মানিকঞ্জে বিক্ষোভ সমাবেশ। ছবি : এনটিভি