আবরার হত্যা : বহিষ্কৃত বিটু ক্লাসে ফেরায় বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিষ্কার হওয়া আশিকুল ইসলাম বিটুর ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (৯ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে একত্রিত হতে থাকেন। এরপর তারা বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানান।
তবে, কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের কেউ সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি এবং কর্মসূচিতে তাদের কোনো মৌখিক বা লিখিত বক্তব্যও ছিল না।
যদিও এসময় তাদের হাতে ‘নো প্লেস ফর মার্ডারার ইন বুয়েট’ এবং ‘নো ক্যাম্পাস শেয়ারিং উইথ মার্ডারার’ এসব লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
এছাড়া, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘হত্যাকারীর ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবরার ফাহাদের রক্ত, বৃথা যেতো দেবো না’, ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরো যাবো না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) ক্যাফেটেরিয়ার সামনে বিশ্ববিদ্যালয়ের আদেশ অমান্য করে ছাত্ররাজনীতিতে যুক্ত না হওয়ার সম্মিলিত কণ্ঠে শপথ গ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২১ সালের ২২ মে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনলাইন ক্লাসে যোগদান করেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম (বিটু)। কিন্তু, শিক্ষার্থীরা তখনও ক্লাস বর্জনের মতো প্রতিবাদ কর্মসূচি দিলে তিনি আর ক্লাস করতে পারেননি। এরপর সম্প্রতি আবারও তিনি ক্লাসে ফিরে আসেন। গত ৬ আগস্ট কেমিক্যাল ১৯ ব্যাচের ক্লাসে তাকে আবারও দেখা যায়।