ইসির নিবন্ধন পেল বিএনএম এবং বিএসপি
নতুন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), এ দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনএমের প্রতীক নোঙর ও বিএসপির প্রতীক একতারা বরাদ্দ করা হয়েছে।
ইসি জানিয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোনো দল দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধনের জন্য এবার ৯৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত এ দুটি দল টিকে ছিল নিবন্ধন পাওয়ার দৌড়ে। অবশেষে আজ এ দুটি দলের নিবন্ধন পাওয়ার ব্যাপারটি চূড়ান্ত করল ইসি।
সূত্র বলছে, ৯৩টি দল থেকে যাচাই-বাছাইয়ে টিকে ছিল ১২টি দল। দলগুলো হলো, এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়াতাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।
আরও জানা গেছে, আইন অনুযায়ী নিবন্ধন পেতে ২১ জেলা ও ১০০ উপজেলা বা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত ২০০ ভোটার থাকার নিয়ম রয়েছে। নির্বাচন কমিশন দুই দফায় এসব দলের মাঠ কার্যালয় ও কমিটি যাচাই করেছে।