বানভাসিদের পর্যাপ্ত সহায়তার আশ্বাস ত্রাণ প্রতিমন্ত্রীর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসেছি। তিনি নির্দেশ দিয়েছেন, দুই হাত উজাড় করে যেন বানভাসিদের সহায়তা করি।’ আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
‘রেল লাইনে পর্যাপ্ত সেতু না থাকায় বন্যার ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। রেল লাইনে পর্যাপ্ত সেতু নির্মাণ করা হবে কি না’—এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ চাইলেই সব কিছু করা যাবে না। রেললাইন একটি মেগা প্রজেক্ট। এটি নির্মাণের জন্য দক্ষ জনবল কাজ করছে। টেকনিক্যাল বিষয়টি সিদ্ধান্ত নিতে হবে।’
সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, সাতকানিয়ায় এই ধরনের ভয়াবহ বন্যা ২৬ বছরের মধ্যে হয়নি। সরকারের ব্যাপক সহায়তা ছাড়া সাতকানিয়ার মানুষ এই বন্যার ক্ষতি পোষাতে পারবে না। তাই সাতকানিয়ায় বিপুল ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী দরকার।
ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, চন্দনাইশ-সাতকানিয়া আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের, সাতকানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।