মৌলভীবাজারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/14/mouluvibazar_arrest.jpg)
মৌলভীবাজারের রাজনগরে শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মো. শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৩ আগষ্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার শাকিল মিয়া রাজনগর উপজেলার আদমপুর এলাকার বাসিন্দা। একই উপজেলার পশ্চিম কালাইকোনা গ্রামের মৃত কামিল মিয়ার মেয়ে শারমিন আক্তারকে প্রায় চার বছর আগে বিয়ে করেন শাকিল মিয়া। গত দুই মাস স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় শারমিন আক্তার দুই বছরের শিশু সন্তানসহ মা রুবিনা বেগমের সঙ্গে পশ্চিম কালাইকোনা গ্রামে বাস করতেন। ঘটনার দিন স্ত্রীকে নেওয়ার জন্য শ্বশুর বাড়িতে যান শাকিল। দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে স্ত্রীকে মারধর করে পরনের ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় শাকিল। এসময় শারমিনের মা রুবিনা বেগম বাসায় ছিলেন না।
রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. মনজুর রহমান এ তথ্য জানান।
পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে শারমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠায়। পরে বিকেলে ভাঙ্গারহাট এলাকা থেকে আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়।’