ওসিকে প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই আদেশ বাতিল
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গণশুনানির ফলে নাটোরের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আদেশ বাতিল করা হয়েছে। যদিও এটাকে রুটিন ওয়ার্ক বলে দাবি করেছেন পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম ।
গতকাল রোববার (১৩ আগস্ট) সিংড়া কোর্ট মাঠে এলাকাবাসীকে নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী এই গণশুনানির আয়োজন করেন।
অনুষ্ঠানে সিংড়া থানার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে এলাকার মানুষ। এতে সেখানে উপস্থিত ওসি মিজানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এর পরই তাঁকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ সোমবার বিকেলে হঠাৎই সেই আদেশ বাতিল করেন পুলিশ সুপার।
এসপি তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিংড়ায় নতুন ওসি পদায়ণ না হওয়া পর্যন্ত মিজান সেখানেই দায়িত্ব পালন করবেন। এ জন্য তাঁর সংযুক্তি আদেশ বাতিল করা হয়েছে। এটাকে রুটিন ওয়ার্ক অভিহিত করে প্রতিমন্ত্রীর গণশুনানির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার।

হালিম খান, নাটোর