ফেনীর তিনটি আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে চার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ চারজন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী ১০ দলীয় জোটের কারণে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফেনী-৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী খালেদ মাহমুদও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের তিনটি আসনের কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে তিনটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬ জন। ফেনী-১ আসনে সাতজন, ফেনী-২ আসনে ১১ জন, ফেনী-৩ আসনে আটজন।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)