ঝিনাইদহে জব্দ করা বিপুল মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস
ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় জমা আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে আদালত আঙিনায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম, মো. ওয়াজিদুর রহমান, মেঘা গুপ্তা ও মোছা. জেসমিন নাহার।
সংশ্লিষ্ট আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমামুল ইসলাম জানান, ৩৭টি মামলার আলামত হিসেবে মাদকগুলো আদালতের মালখানায় জমা করা হয়েছিল। যা চলতি মাসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানে জব্দ আলামত হিসেবে আদালতে জমা করা হয়েছিল।
ইমামুল ইসলাম আরও জানান, ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে দেশি মদ ৩৮ লিটার, বিদেশি মদ ২৬ লিটার, গাঁজা ২০ কেজি ৬৪০ গ্রাম, ফেনসিডিল ১৯১ বোতল, ইয়াবা তিন হাজার ১৭৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল সিরাপ সাত হাজার ৯০০ পিস, রূপালী বিড়ি সাত হাজার ৮৯০ প্যাকেট।
এ বিষয়ে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জিয়াউর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর জমা করা মাদক প্রতি মাসেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়ে থাকে। আজ কমপক্ষে ৩০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।