চাঁদপুরে তিন ট্রলারে সাগরের দেড়শ মণ ইলিশ
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নদীতে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও দক্ষিণাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আর সেই ইলিশ ট্রলার ও ট্রাকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে নিয়ে আসা হচ্ছে। ইলিশের সরবরাহ বাড়ায় সরগরম মাছঘাট। কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) সারা দিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ৫০০ থেকে ৬০০ মণ ইলিশ সরবরাহ হয়েছে। এসব ইলিশ ঘাটে এনে স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। তবে কিছুটা সরবরাহ বাড়লেও দাম এখনও সাধারণের নাগালের বাইরে।
বিকেলে বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে নোয়াখালী জেলার হাতিয়া থেকে মাছ ধরার তিনটি বড় ট্রলার মাছঘাটে এসেছে। একটিতে ৭৫ মণ, একটিতে ৫০ মণ, আরেকটিতে ২৫ মণ ইলিশ রয়েছে। যা আগামীকাল সকালে মাছঘাটে বিক্রি করা হবে।
হাতিয়া থেকে এফবি মা বাবা ফিশিং বোটের পরিচালক মির্জা আরিফ বলেন, দীর্ঘদিন ধরে ইলিশ পাওয়া যাচ্ছে না। আমাদের ট্রলারে তেমন ইলিশ পাইনি। তবে এখন জাল ফেলে ইলিশ পাওয়া যাচ্ছে। আমাদের ট্রলারে ৭৫ মণ ইলিশ রয়েছে। দাম ভালো পেলে লাভবান হবো। দক্ষিণাঞ্চলের হাতিয়া, চরফ্যাশন, সন্দ্বীপ, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে এখন ইলিশ পাওয়া যাচ্ছে। এখানে দাম বেশি থাকায় অনেকে চাঁদপুর মাছঘাটে ইলিশ নিয়ে আসে।
ইলিশের ট্রলারের মাঝি নুর আহমেদ বলেন, ‘ইলিশের ভরা মৌসুম এখন। কিন্তু নদীতে তেমন ইলিশ নেই। যা ইলিশ সব সাগর এলাকার। তারপরও ইলিশ পেলে আমরা খুশি। আর দেড় মাস আছে ইলিশ ধরার সময়। এখন আমাদের সাগর-নদীতে বেশি থাকতে হবে।’
ইলিশ ব্যবসায়ী কবির হোসেন বলেন, চাঁদপুরে মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। যদিও স্থানীয় পদ্মা-মেঘনার জেলেরা এখনও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। যার কারণে দাম কমছে না।
বর্তমানে চাঁদপুর মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর দুই কেজি ওজনের ইলিশ দুই হাজার টাকা। এ ছাড়া চাঁদপুরে পদ্মা-মেঘনার ইলিশ কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেশি বলে জানান ব্যবসায়ীরা।