আমেরিকার স্যাংশনে সরকার টেনশনে : আন্দালিব পার্থ
আমেরিকার স্যাংশনে (নিষেধাজ্ঞা) সরকার এখন টেনশনে রয়েছে জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুই বার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের ওপর চেপে বসেছে। গণতন্ত্রের গলা চেপে ধরেছে তারা। আগামীতে এই ধরনের নির্বাচন হবে না।’
আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলীয় পার্টি অফিসের সামনে এসব কথা বলেন পার্থ। এর আগে, গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মিছিল করে দলটি। মিছিল ফকিরাপুল মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিজেপির কেন্দ্রীয় নেতাসহ মহানগর, থানা ও ঢাকার বাইরের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এদিনের কর্মসূচি পালন করে বিজেপি। গত ৬ আগস্ট বিএনপির সকল জাতীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন পার্থ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির যে কোনো কর্মসূচির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছি। তার ধারাবাহিকতায় আমরা এই মিছিল করেছি। আগামীতেও আমাদের দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সময় জাতীয় কর্মসূচিতে বিএনপির পাশে থাকব।’
পার্থ বলেন, ‘এস আলম গ্রুপ লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু, কষ্ট লাগে ২৫ হাজার টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়। বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য জেলখানায় থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে ৩৫ লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করা হয়। এই সময় বেশি দিন থাকবে না।’