হবিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত শতাধিক
হবিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিত নেতাকর্মী আহত হয়েছেন দাবি করা হয়েছে। আজ রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় পর্যন্ত চলে এই সংঘর্ষ। জেলা বিএনপির দাবি, তাদের কার্যালয় ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গেছে, এ ঘটনায় গুরুতর আহত ৭৮ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনজনকে পাঠানো হয়েছে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মহিবুল ইসলাম শাহীন জানান, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয় ও জি কে গউছের বাসভবনে হামলা চলায়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করে।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সিতু একই দাবি করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী জানান, আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতাকর্মীরা অর্তকিত হামলার করে। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত বদিউজ্জামান জানান, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।