আ.লীগকে বিজয়ী করার আহ্বান দেওয়ানগঞ্জের ওসির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/24/jamalpur-oc-pic.jpg)
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। গত ১৫ আগস্ট দেওয়ানগঞ্জে শোক দিবসের একটি অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে বিট পুলিশিংয়ের আরেকটি অনুষ্ঠানেও এই ওসি সরকারের পক্ষে বক্তব্য দেন। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এসব বক্তব্য ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাফফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ানগঞ্জ পৌরসভা। শোক দিবসের ওই অনুষ্ঠনে ওসি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা এক কুচক্রী মহলের অনেক উসকানি দেখছি। সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের জন্য কাজ করবেন। যেন পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি।’ দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র ও জামালপর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে মাটি ও মানুষের নেতা দাবি করেন ওসি। সবশেষে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
এর আগে আগস্ট মাসেই বিট পুলিশিং কার্যক্রমের আরেকটি অনুষ্ঠানেও ওসি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। আগামীতে সরকার ক্ষামতায় যাবে, সেটি হবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’
ওসির এসব বক্তব্য সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।
থানার ওসি হিসেবে কর্মরত থেকে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাওয়ায় ওসি শ্যামল চন্দ্র ধরের পুলিশিং কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, ‘একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।’
এ বিসয়ে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘চাকরির বিধিমালা অনুযায়ী এ ধরনের বক্তব্য পারিমিট করে না। সে যেটা বলেছে, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়।’