রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ইশতিয়াক হোসেন খান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইশতিয়াক। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মফিজুল আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য ইশতিয়াকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, ইশতিয়াকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবার নিয়ে রাজধানীর মালিবাগে বসবাস করতেন।