দিন-দুপুরে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট
যশোর শহরের আরবপুরে বিমান বাহিনীর কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এই চুরির ঘটনা ঘটে।
ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে চোরেরা নগদ তিন লাখ ৩০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ফ্ল্যাটটির মালিক বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যশোর শহরের বিমানবন্দর সড়কে আরবপর মোড়ের কাছে আয়েশা সরদার বাইলেনে বিমান বাহিনীর ১১ কর্মকর্তার একটি আবাসিক ভবন রয়েছে। ওই ভবনের পঞ্চম তলায় বসবাস করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান ও তাঁর পরিবার। আজ সকালে তিনি ও তাঁর স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা খাতুন অফিসে এবং তাঁদের ছেলে সজিব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে যান। এরপর দুপুর ১টার দিকে ভবনের অন্য সদস্যরা নামাজ পড়তে বের বের হওয়ার সময় মেইনগেট খুলে রেখে যান। এ সময় একজন ভিক্ষুক এসে গেটের সামনে অবস্থান নেন। তার কিছুক্ষণ পর দুই যুবক ওই বাড়িতে প্রবেশ করেন। এরপর তাঁরা পঞ্চম তলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামানের ফ্ল্যাটের মূল দরজার হ্যাসবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দুটি আলমারি ভেঙে নগদ তিন লাখ ৩০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করেন। তাঁরা চলে যাওয়ার সময় সিঁড়িতে আসাদুজ্জামানের স্ত্রী জাহানারা খাতুনের সঙ্গে মুখোমুখিও হন। কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই সটকে পড়েন ওই দুই চোর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে যত দ্রুত সম্ভব জড়িতদের আটক করার চেষ্টা চলছে।