আদালতে দণ্ডিত হয়ে সভাপতি পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগনেতা
ময়মনসিংহে চেক ডিজঅনারের মামলায় আদালতের রায়ে এক বছরের সাজা এবং অর্থদণ্ডে দণ্ডিত হওয়ায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ হারালেন নাজমুল হক মণ্ডল। গতকাল মঙ্গলবার সংগঠনটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত কারণ দর্শানোর এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে নাজমুল হকের বিরুদ্ধে সংগঠনের নীতি, আদর্শবিরোধী অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এজন্য তাঁকে সব সাংগঠনিক কাজ থেকে প্রত্যাহার করা হলো। তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না এজন্য তাঁকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই চিঠিটি আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহের যুগ্ম জেলা জজ অর্থঋণ আদালত নাজমুল হক মণ্ডলকে চেক ডিজঅনারের মামলায় এক বছরের কারাদণ্ড এবং ২৯ লাখ ৭০ হাজার ৩৭৪ টাকা জরিমানা করেন।
আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ এই রায় দেন। নাজমুল হক মণ্ডল ডেভেলপার এস এন এস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বাদীপক্ষের আইনজীবী কামাল উদ্দিন এই খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘তিনি আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে আমরা সাংগাঠনিক ব্যবস্থা নিয়েছি। নিজেকে আদালত থেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমরা পরে দেখব।’