গুণীজনদের বিচারিক হয়রানি চলছে : এবি পার্টি
উদ্দেশ্য প্রণোদিতভাবে ড. ইউনূস, শহীদুল আলম ও আদিলুর রহমান খানের মতো গুণীজনদের বিচারিক হয়রানি চালিয়ে যাচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) আয়োজিত সংহতি সমাবেশে এই অভিযোগ করেন তারা। অব্যাহত রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, গুণীজন ও মানবাধিকারকর্মীদের বিচারিক হয়রানির প্রতিবাদে বিকেল ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে এবি মিলনায়তনে এই সংহতি সভার আয়োজন করা হয়।
দলের আহ্বায়ক সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংহতি সভায় বক্তব্য দেন আলোকচিত্রী ড. শহীদুল আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোজাহেরুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহসিন রশীদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলননেতা দিদারুল ভূঁইয়া প্রমুখ।
আলোকচিত্রী ড. শহীদুল আলম বলেন, ‘ক্ষমতাসীনরা কখনো চায়না কেউ তার অপকর্মের বিরুদ্ধে দাঁড়াক। আদিলুর রহমানের অপরাধ কী? মানবাধিকার নিয়ে কথা বলায়, গুম, খুনের বিরুদ্ধে কথা বলায় আজ তাকে জেলে ঢোকানোর ব্যবস্থা হলো। আমাকে জেলে দেওয়া হয় মিথ্যা হয়রানিমূলকভাবে। আজ পাঁচ বছরেও আমার বিরুদ্ধে তারা কোনো ডকুমেন্টস আদালতে হাজির করতে পারেনি। আজ আমার বিরুদ্ধে, ড. ইউনূসের বিরুদ্ধে বা আদিলুর রহমানের বিরুদ্ধে কেন এতো হয়রানি? কারণ, আমরা প্রশ্ন করি। সরকার কেন এগুলো করছে? কারণ, তারা অবৈধ। জালিয়াতি করে ক্ষমতায় আছে।’
অধ্যাপক ড. মোজাহেরুল হক বলেন, ‘আজ বাংলাদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত, কিন্তু কেউ কথা বলছে না। আজ এবি পার্টি কথা বলছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আজ ড. ইউনূসকে বলা হয় সুদখোর। অথচ তিনি বাংলাদেশের জন্য বয়ে এনেছেন বিরল সম্মান, যা বাংলাদেশের আর কেউ পারেনি। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গোটা বাংলাদেশের ৭৫ লাখ মহিলাকে স্বাবলম্বী করে তুলেছেন। আজ তাকে অপদস্ত করা হচ্ছে বিচারিক হয়রানির মাধ্যমে।’
মজিবুর রহমান মন্জু বলেন, ‘সারা দেশের গুণীজনদের বিচারিক হয়রানি করা হচ্ছে। দেশের প্রখ্যাত মানবাধিকার সংস্থা অধিকার এর নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান শুভ্রর বিরুদ্ধে অবৈধভাবে জেল জরিমানা করা হয়েছে। আমরা আজকের এই সভা থেকে এই বিচারিক হয়রানির তীব্র নিন্দা জানাই।’
সংহতি সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।