সরকার জনগণকে তোয়াক্কা করে না : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার গুম-খুন, সাজা দিয়ে দেশকে অস্থির রেখে লুটপাট করছে। তারা জনগণকে কোনো তোয়াক্কা করে না। তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র পুলিশ ও কোর্ট।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাস এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান সরকার, সরকার নয়, এরা কর্তৃত্ববাদী। এরা গুম-খুন, সাজা দিয়ে দেশকে অস্থির রেখে লুটপাট করছে। জনগণকে কোনো তোয়াক্কা করে না। এদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র অস্ত্র পুলিশ ও কোর্ট। এরা যেকোনোভাবেই ক্ষমতায় থাকতে চায়। এদের কোনো লজ্জা নেই। তারা বলে নির্বাচিত সরকার। পুলিশ, আমলা, ব্যবসায়ী এমনকি সাংবাদিকরাও ১৫ বছর ভোট দিতে পারেনি। ভোট না দিয়ে যদি ক্ষমতায় থাকা যায়, তাহলে ভোটের দরকার কি?’
মির্জা আব্বাস আরও বলেন, ‘আওয়ামী লীগ নাকি নির্বাচনে শত কোটি টাকার গরু ছাগল বিতরণ করবে। এ দেশের মানুষ গরু ছাগল চায় না, গণতন্ত্র ও বাকস্বাধীনতা চায়, খেয়ে বেঁচে থাকতে চায়।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপিনেতা আব্দুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।