দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জনগণ তাদের নির্বাচিত সরকার খুঁজে পাবে। সোমবার (১লা ডিসেম্বর) দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি আশাবাদী, জনগণ এই সুযোগটি গ্রহণ করে সংসদ গঠন করবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

এনটিভি অনলাইন ডেস্ক