অস্ত্র কারখানায় র‌্যাবের অভিযানে বিপুল গোলাবারুদ জব্দ, আটক ১

Looks like you've blocked notifications!
র‍্যাবের লোগো।

কক্সবাজারের রামুর ঈদগড় পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল দেশি অস্ত্র, গোলাবারুদ জব্দ ও একজনকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (আইন এবং গণমাধ্যম) আবু সালাম চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক আনোয়ার হোসেন কক্সবাজার রামু থানার ঈদগড় ইউনিয়নের খুরুলিয়া এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঈদগড় ইউনিয়নের তেলখোলাস্থ পানিস্য এলাকার কালুর বাড়ির পেছনে দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে অস্থায়ী তাঁবু টাঙ্গানো একটি স্থানে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও অস্ত্র তৈরির কারিগর আনোয়ারকে আটক করা হয়।’

জব্দ করা অস্ত্রগুলো হলো—একটি দেশি বন্দুক, একটি দেশি একনলা শিসা বন্দুক, ১০ রাউন্ড এমজির গুলি, ৫০ রাউন্ড এসএমজির গুলি, আট রাউন্ড গুলির খালি কার্তুজ, ১৫টি শিসা, একটি ছেনি, একটি হাতুড়ি, একটি বাইশ, দুটি রেত, একটি প্লায়ার্স, পাঁচটি সুপার গ্লু গাম, ৫০ গ্রাম বারুদ ও ১৫০টি বিয়ারিং বল।

র‍্যাব-১৫ এর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (আইন এবং গণমাধ্যম) আবু সালাম চৌধুরী জানান, জব্দ করা এসব অস্ত্র ও গোলাবারুদ কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে বিক্রি এবং সরবরাহ করে আসছিল দলটি। আটক আনোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পাহাড়ে অভিযান অব্যাহত আছে।