দুর্নীতিতে দেশ এখন ছেয়ে গেছে : জিএম কাদের
ক্যাপাসিটি চার্জের নামে বর্তমান সরকার বিদ্যুৎখাত থেকে এক লাখ ১৪ হাজার কোটি টাকা লুটপাট করেছে এমন অভিযোগ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দুর্নীতিতে দেশ এখন ছেয়ে গেছে। বর্তমান সরকারের আমলে প্রতিটি মুহূর্ত দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন, মানুষের রোজগার কমে গেছে।’
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সারাদেশে শতকরা ৯৫ ভাগ লোককে বঞ্চিত করে বর্তমান আওয়ামী লীগ সরকার বৈষম্য তৈরি করেছে। এই দেশ এখন শুধু আওয়ামী লীগ বান্ধব। আওয়ামী লীগ ও আওয়ামী লীগপন্থী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন দেশকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করছে। সারাদেশকে এখন আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নয়-এই দুই ভাগে ভাগ করা হয়েছে।’
জাতীয় সংসদে চরম বিরোধীতার মুখে সাইবার নিরাপত্তা আইন পাস করা হয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘এই আইনের মাধ্যমে সাংবাদিকদের বেঁধে ফেলার চেষ্টা চলছে। এই আইনের কারণে কিছুদিন পরে টেলিভিশনগুলো এক ধরনের সরকারি আওতায় চলে যাবে। ফলে টেলিভিশনগুলোতে যে সংবাদ প্রচার করা হবে মানুষ সেটা আর দেখবে না।’
জিএম কাদের আরও বলেন, ‘যেসব প্রতিষ্ঠান সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করে সেসব প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে।’
আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে এককভাবে প্রার্থী ঘোষণা করবে এবং নির্বাচনে ত্রিমুখী লড়াই হলে উত্তরাঞ্চলের আসনগুলো জাতীয় পার্টির দখলে আসবে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরীফা কাদেরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।