ডিজিটাল প্লাটফর্মে মুগ্ধতা ছড়িয়ে এনটিভির ৩৪ কর্মী পেলেন পুরস্কার

Looks like you've blocked notifications!
রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ ও মো. আশফাক উদ্দিন আহমেদ উদ্দীপনামূলক পুরস্কার তুলে দিচ্ছেন। ছবি : মোহাম্মাদ ইব্রহিম

‘সময়ের সাথে আগামীর পথে’ বস্তুনিষ্ঠ তথ্যবহুল সংবাদ তুলে ধরার পাশাপাশি দ্রুত সময়ে তা জনসাধারণের আরও কাছে পৌঁছে দিতে কাজ করছে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ গ্রহণযোগ্যতায় পৌঁছেছে এর ফেসবুকে পেজ, ছুঁয়েছে দুই কোটির বেশি মানুষের হৃদয়। শুধু সংবাদই না, বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের ভিডিও দর্শকের মন জয় করে হচ্ছে ভাইরাল। ডিজিটাল প্লাটফর্মে মুগ্ধতা ছড়িয়ে যাদের ভিডিওচিত্র অধিক ভাইরাল হচ্ছে, তাদের উৎসাহ বাড়িয়ে দিতে উদ্দীপনামূলক পুরস্কার দিচ্ছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেলটি। তারই ধারাবাহিকতায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নির্দেশনায় এবার ৩৪ জন পেলেন এই পুরস্কার।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ ও মো. আশফাক উদ্দিন আহমেদ প্রত্যেক কর্মীর হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও তাঁর কন‍্যা রোজা আলী সামাভিয়া।

দ্রুততম সময়ে মিলিয়ন ভিউয়ের মাইলফলক অর্জন করা ভিডিও বিবেচনায় উদ্দীপনামূলক পুরস্কার পেয়েছেন স্পেশাল করেসপনডেন্ট মো. শফিকুর রহমান (শফিক শাহীন), নজরানা চৌধুরী, মুহাম্মদ মুকসিমুল আহসান, মো. ইমরুল হাসান, এ কে এম রফিকুল হাসান, রোকন উদ্দিন, মাহামুদুল হাসান, মো. ফাহাদ মোহাম্মদ ভূঁইয়া, স্পেশাল করেসপনডেন্ট (চট্টগ্রাম) শামসুল হক হায়দরী, মো. জাহিদুর রহমান, সিনিয়র করেসপনডেন্ট মো. হাসানুল আলম।

আরও পুরস্কার পেয়েছেন সিনিয়র নিউজরুম এডিটর শেখ খলিলুর রহমান, কাজী ইফতেখার রহমান, নিউজরুম এডিটর মুহাম্মদ মঞ্জুর খান ও মো. ওয়ালিউল্লাহ, সিনিয়র নিউজরুম এডিটর মো. জীবন আহমেদ সরকার।

উদ্দীপনা পুরস্কার পেয়েছেন স্টাফ করেসপনডেন্ট ও নিউজ প্রেজেন্টার মুশফিক উস সালেহীন, মো. শফি মাহমুদ, অনলাইনের বিনোদন বিভাগের স্টাফ করেসপনডেন্ট মাহবুবুর রহমান সুমন, ফটো জার্নালিস্ট মোহাম্মাদ ইব্রাহিম।

আরও পেয়েছেন সিনিয়র করেসপনডেন্ট (চট্টগ্রাম) আরিচ আহমেদ শাহ, সিনিয়র করেসপনডেন্ট (খুলনা) মুহাম্মদ আবু তৈয়ব, স্টাফ করেসপনডেন্ট (বরিশাল) আকতার ফারুক শাহীন, স্টাফ করেসপনডেন্ট (ময়মনসিংহ) মো. আইয়ুব আলী।

স্টাফ করেসপনডেন্ট (গাজীপুর) নাসির আহমেদ, স্টাফ করেসপনডেন্ট (পাবনা) এ বি এম ফজলুর রহমান, স্টাফ করেসপনডেন্ট (গোপালগঞ্জ) মাহবুব হোসেন সম্রাট, স্টাফ করেসপনডেন্ট (নাটোর) হালিম খান, স্টাফ করেসপনডেন্ট (ঝালোকাঠি) মো. সবুর খান (কে এম সবুজ)।

ডিসট্রিক্ট করেসপনডেন্ট পর্যায়ে পুরস্কার পেয়েছেন কুষ্টিয়ার সাবিনা ইয়াসমিন শ্যামলী, খাগড়াছড়ির আবু তাহের মুহাম্মদ, মেহেরপুরের রেজ আন উল বাসার তাপস ও চাঁদপুরের শরীফুল ইসলাম, নারায়ণগঞ্জ সংবাদাতা তারেক স্বপন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির সব বিভাগের প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।