বৈরী আবহাওয়ায় ধানক্ষেতে হেলিকপ্টার অবতরণ
রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি নামক এলাকায় বৈরী আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার জরুরি ধানক্ষেতে অবতরণ করে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আবারও উড্ডয়ন করে ঢাকার উদ্দেশে চলে যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, আজ বিকেল ৫টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি রোগী পরিবহনকারী এয়ারক্রাফট বৈরী আবহাওয়ার কারণে পীরগাছা উপজেলার কান্দিরহাট দাদন এলাকায় বিলের পাশে ধানক্ষেতে জরুরি অবতরণ করে। আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো হলে পাঁচ-ছয় মিনিট পর হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে চলে যায়। এতে হেলিকপ্টার বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
তবে আচমকা একটি ধানক্ষেতে হেলিকপ্টার অবতরণ করতে দেখে গ্রামবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেক উৎসুক জনতা হেলিকপ্টারটি দেখার জন্য ছুটেও যায়।