‘উষ্ণ আতিথেয়তার’ জন্য বাইডেনকে ধন্যবাদ জানালেন সায়মা ওয়াজেদ
যুক্তরাষ্ট্রে উষ্ণ আতিথেয়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেন সায়মা ওয়াজেদ। এতে বাঁ দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ ও জিল বাইডেনকে একসঙ্গে দেখা গেছে।
ক্যাপশনে সায়মা ওয়াজেদ লেখেন, ‘ধন্যবাদ। আপনার আতিথেয়তা সবসময় উষ্ণ ও সৌহার্দপূর্ণ। আমরা মেট মিউজিয়ামে একটি সুন্দর সময় কাটিয়েছি।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগদানকারী বিশ্ব নেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ নৈশভোজের আয়োজন করেন। ওই ভোজসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদও ছিলেন। ভোজসভায় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।