প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উজরা জেয়ার বৈঠকে যে আলোচনা হলো কাল
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে উজরা জেয়ার সঙ্গে জাতিসংঘের ৭৮তম অধিবেশনের ফাঁকে এ আলোচনা হয়। সেখানে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন উজরা জেয়া।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের ছবিসহ ওই পোস্টে উজরা জেয়া লিখেছেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুনরায় মিলিত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, অংশীদারিত্ব এবং নয় লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসার বিষয়ে আলোচনা করেছি।’
সাক্ষাৎকারে জেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মানবিক সহায়তা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
দূতাবাস বলেছে, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের মধ্যকার অংশীদারিত্বের একটি শক্তিশালী দৃষ্টান্ত।