তত্ত্বাবধায়কের অধীনে নয়, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন হবে : সেতুমন্ত্রী

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলেন। ছবি : এনটিভি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, বরং বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবে নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের এখনও অনেক দেরি। তাই পর্যবেক্ষণে কে আসবে, আর কে আসবে না-তা পরে দেখা যাবে। এ বিষয়ে শেষ কথা বলার সময় আসেনি।’ তিনি বলেন, ‘তারা যদি না আসে এটা তাদের ডিসিশন, তাদের সিদ্ধান্ত।’

ওবায়দুল কাদের বলেন, ‘সারা দুনিয়ায় ইলেকশন কীভাবে হয়?...অন্যান্য গণতান্ত্রিক দেশের নির্বাচনের ব্যত্যয় বাংলাদেশে কেন করবে? কেন এখানে ভিন্ন রকম নতুন নিয়ম চালু করতে হবে?’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘যে নিয়ম পঁচে গেছে, মরে গেছে সেই নিয়ম আবার চালু করতে হবে কেন?’

এ ছাড়া নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, না পাঠানো তাদের বিষয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভোট দিতে পারলেই হবে। এবার ৭০ শতাংশ মানুষ ভোট দেবে এবং বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হবে।’

মার্কিন ভিসা নীতি নিয়ে বিএনপি চিন্তিত বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভিসা নীতির জন্য ক্ষতি হবে বিএনপির।’