মুক্তি মেলেনি জামায়াতনেতা শাহজাহান চৌধুরীর
মুক্তির মেলেনি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর। সব মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্তির দিনে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাকে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কারাগার থেকে প্রিজন ভ্যানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালতে হাজির করে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠনো হয়।
এ সময় শাহজাহান চৌধুরীর পক্ষে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। শাহজাহান চৌধুরীর আইনজীবী মনজুর আহমদ আনসারীর দাবি, শাহজাহান চৌধুরীকে কোনো পেন্ডিং মামলায় গ্রেপ্তার কিংবা হয়রানি না করার জন্য উচ্চ আদালতের আদেশ ছিল। আমরা সেই আদেশের কপি আদালতে উপস্থাপন করেছি। কিন্তু আদালত শাহজাহান চৌধুরীকে আবারও পুরাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এটি সুস্পষ্ট আদালত অবমাননা।
মনজুর আহমদ আরও বলেন, আমরা এই বিষয়টি উচ্চ আদালতকে অবহিত করে শিগগির আদালত অবমাননার প্রতিকার চাইব।
২০২১ সালের ১৫ মে ঈদের দিন সাতকানিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। মোট ৭১টি মামলায় তাকে আসামি করা হয়।