সরকার পরাজিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না : শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এই সরকার যতক্ষণ পর্যন্ত পরাজিত না হয়, ততক্ষণ রাজপথ ছাড়ব না।’
আজ মঙ্গলবাল (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরকার পতনের এক দফা দাবিতে খুলনা বিভাগীয় রোড মার্চ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের লোক যদি হয়, তাহলে খুন-দুর্নীতি করেও আদালতে গিয়ে জামিন পান। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যিনি কখনোই নির্বাচনে হারেননি, তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘এখনও সময় আছে পদত্যাগ করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, অন্যথায় বাংলাদেশের জনগণ যদি একবার জেগে ওঠে তাহলে আপনারা রেহাই পাবেন না।’
১৬০ কিলোমিটার দীর্ঘ রোড মার্চে মাগুরায় দুটি, যশোরে তিনটি ও খুলনার প্রবেশমুখে একটি পথসভা হবে। খুলনা শহরের শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সমাপনী সমাবেশের মাধ্যমে রোড মার্চ শেষ হবে।
রোড মার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী রোড মার্চে যোগ দিয়েছেন। পথে পথে মাগুরা, যশোরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুল নেতাকর্মী রোড মার্চের বহরে যোগ দেবেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান রুমী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম আমিত, ছাত্রবিষরক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপি স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাংগঠনিক সহসম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বক্তব্য দেন। এছাড়া মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণও এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট ও বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত চারটি রোড মার্চ করেছে তারা। একই দাবিতে রাজধানীতে একাধিক সমাবেশ করেছে তারা।
আগামী ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ অনুষ্ঠিত করবে বিএনপি।