বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক : আন্তর্জাতিক ঋণমান সংস্থা
বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংস। রিজার্ভ কমে যাওয়া ও তীব্র ডলার সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি নেতিবাচক পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত ওই রিপোর্টে ফিচ রেটিংস জানায়, নানা নীতিগত পদক্ষেপ এবং বিদেশি ঋণদাতাদের ক্রমাগত সহায়তা স্বত্বেও রিজার্ভের পতন ও ডলার সংকট প্রশমন করতে পারেনি বাংলাদেশ।
সংস্থাটি জানায়, অর্থনীতিতে দেশের বাইরে ঘটা ঘটনাবলির অভিঘাত প্রশমনের মতো উপাদান (বাফার) কমে এসেছে। এসব বাফার দুর্বল হয়ে পড়ায় অর্থনীতিতে বহিঃস্থ অভিঘাত মোকাবিলায় বেশ নাজুক অবস্থানে পড়ে গেছে বাংলাদেশ। তবে ঋণমানের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ সক্ষমতা বা লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) ‘বিবি মাইনাসে’ বহাল রেখেছে সংস্থাটি।
বাংলাদেশের বিদেশি ঋণ প্রোফাইল এখনও নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে। এ ছাড়া প্রবৃদ্ধির সম্ভাবনা এখনও অনুকূলে। আবার সরকারের ঋণ সমতুল্য অনেক দেশের তুলনায় বেশ কম। এ কারণে ঋণমান এখনও বিবি মাইনাসে বহাল রাখা হয়েছে। যদিও এসব ইতিবাচক বিষয়ের বিপরীতে সরকারের রাজস্ব আহরণ ও মাথাপিছু আয় কম হওয়ার পাশাপাশি ব্যাংকিং সেক্টরের দুর্বলতা এবং সুশাসনের সূচকগুলোর ঘাটতির মতো বিষয়গুলোরও মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।