সরকারের নির্বাহী আদেশ খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব : ব্যারিস্টার কায়সার কামাল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/30/byaaristtaar-kaayysaar-kaamaal.jpg)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে আসছেন তার স্বজন ও বিএনপি নেতারা। সম্প্রতি এ নিয়ে একটি আবেদনও করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার, যা এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে।
বিষয়টি নিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘সরকারের নির্বাহী আদেশ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। সেভাবে নির্বাহী আদেশে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব।’ আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়াকে বেশ কয়েকবার সিসিইউতে নেওয়া হয়েছে। তার অবস্থা অত্যন্ত নাজুক। তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব না।’
বিএনপির এই আইনবিষয়ক সম্পাদক বলেন, ‘আইনমন্ত্রী গত ২২ সেপ্টেম্বর একটি পাবলিক স্টেটমেন্ট (বিবৃতি) দিয়েছিলেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে একটি আবেদন করতে হবে। ওনার কথার প্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর একটি আবেদন করেন। আবেদনটি এখনও নিষ্পত্তি হয়নি। অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি।’
এই আইনজীবী বলেন, ‘ফৌজদারি আইনের ৪০১ ধারায় সরকারের নির্বাহী আদেশ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। সেই আইনেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব। যদি সরকারের সদিচ্ছা থাকে। আমরা প্রত্যাশা করবো, সরকার খুব দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবেন। জীবন রক্ষার জন্য এখনও মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার।’