হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবলীগ নেতাসহ নিহত দুই
হবিগঞ্জের বাহুবলে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকলে কলেজ ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চেরাগ আলী ফিলিং স্টেশনের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাও গ্রামের চেরাগ আলীর ছেলে ইউসুফ মিয়া (৪০) ও একই গ্রামের হাছন আলীর ছেলে উস্তার মিয়া (৪২)। এর মধ্যে ইউসুফ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় মারা যাওয়ার খবরে দুপক্ষের লোকজন ছয়টি বাড়িতে অগুন দেয়। পাশাপাশি ব্যাপক ভাঙচুরও চালায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা যায়, জায়গার সীমানা নির্ধারণ নিয়ে কামারগাও গ্রামের আব্রু মিয়ার ছেলে ফারুক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের চেরাগ আলীর ছেলে ইউসুফের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন ইউসুফ, উস্তারসহ আরও কয়েকজন। তাদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নিহতদের দেখতে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা।
এসব তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ কোনো মামলা করেনি।’