বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা

ফের পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

Looks like you've blocked notifications!
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী  ৩০ অক্টোবর  দিন নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এই আদেশ দেন।

এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এর প্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন বিচারক।

নথি থেকে জানা গেছে, নিখোঁজের তিন দিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে, ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলা পর ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান বুশরা।

ফারদিন হত্যা মামলায় গত ১৬ এপ্রিল ডিবি পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে, এর বিরুদ্ধে নারাজি দাখিল করেন মামলার বাদী। আদালত নারাজির আবেদন মঞ্জুর করে সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।