বাড়িতে বাড়িতে অপহরণের নোটিশ ঝুলিয়ে অর্থ দাবি
বগুড়ার কাহালু উপজেলার পাঁচশতাধিক বাড়িতে নোটিশ ঝুলিয়ে অর্থ দাবি করছে দুর্বৃত্তরা। অর্থ না দিলে সন্তানদের অপহরণ করা হবে বলে জানিয়েছে তারা। আজ রোববার (১ অক্টোবর) সকালে উপজেলার মোড়ইল ইউনিয়নের বিষুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে গ্রামটির স্থানীয়রা ঘুম থেকে উঠে বাড়ির গেটে বা দেওয়ালে নোটিশ ঝুলানো দেখতে পান। মধ্যরাতে কে বা কারা প্রিন্ট করা এই নোটিশ ঝুলিয়ে দেয়। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সন্তানদের স্কুলে পাঠাননি অভিভাবকরা। স্কুলে যেতে ভয় পাচ্ছে ছাত্র-ছাত্রীরা। পরে, খবর পেয়ে গ্রামটি পরিদর্শন করে পুলিশ।
বিষয়টি নিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গভীর রাতে প্রিন্ট করা অপহরণের নোটিশ ঝুলিয়ে দিয়েছে একটি প্রতারকচক্র। প্রাথমিকভাবে বিষয়টিকে অর্থ আদায়ের কৌশল হিসেবে দেখা হচ্ছে। কারণ, বিভিন্ন বাড়ির সামনে সামর্থ্য অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিমাণ টাকার উল্লেখ করা রয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশের বিভিন্ন ইউনিট।
বাড়ির দেওয়ালে বা দরজায় সাঁটানো নোটিশে লেখা আছে, ‘আসসালামু আলাইকুম, পাঁচ হাজার টাকা ৬ তারিখে দিতে হবে। না হইলে ৭ তারিখ থেকে আপনাদের ছেলে মেয়ে হারায় গেলে আমার কোনো কিছু করার থাকবে না। আমি বা আমরা কে সেটা না খুঁজে, আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন। তাহলে, কিছু হবে না। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলায়েন না।’
‘যদি ছেলে-মেয়ের মঙ্গল চান তাহলে, লোয়া-পুকুর সোলার লাইটের সঙ্গে যে বাক্স থাকবে সেখানে টাকার সাথে একটা কাগজে নিজের নাম লিখে ওই বক্সে ফেলান। আর নিজের বাচ্চাকে সুরক্ষিত করুন, ধন্যবাদ। (বি. দ্র. আমার এই কাগজ আপনি পড়েছেন তাহলে মনে করেন আপনার ছেলে/মেয়েকে তুলে আনতেও পারব। দয়া করে টাকাটা দিয়েন আমরা ছেলেগুলো ভালো না। ভালো থাকবেন ৬ তারিখ পর্যন্ত। আল্লাহ হাফিজ)।’