আশুলিয়ায় ত্রিপল মার্ডার : তদন্ত প্রতিবেদন ১ নভেম্বর

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

ঢাকার আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় আগামী ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই দিন ধার্য করেন। এদিন আদালতে মামলার এজাহার আসলে বিচারক তা গ্রহণ করে নতুন দিন ধার্য করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা(জিআরও) মাসুদ মিয়া এসব তথ্য জানিয়েছেন।

নথি থেকে জানা গেছে, গত শনিবারে রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ি মোড়ের হাসান মিয়ার ভাড়াবাড়ি থেকে বাবুল মিয়া, তার স্ত্রী সাহিদা ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে র‍্যাব জানায়, বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে ৯৯৯ নম্বরে কল আসে। পুলিশ পরে ফ্ল্যাটটির একটি কক্ষ থেকে মা ও ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে। পাশের আরেকটি কক্ষ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। বাবুল ও সাহিদা পোশাক কারখানায় কাজ করতেন।